দুয়ারীপাড়া সরকারি কলেজ

Duaripara Government College

রূপনগর, মিরপুর, ঢাকা-১২১৬

কলেজ কোড-১০৪৯ প্রতিষ্ঠিত-২০১৮ EIIN-১৩৮৩৮০

অধ্যক্ষ

  • অধ্যক্ষ

    অধ্যাপক সাজেদা বেগম

    বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সদস্য জনাব সাজেদা বেগম (৮০০), অধ্যাপক উদ্ভিদবিজ্ঞান ৭ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দে অধ্যক্ষ হিসেবে দুয়ারীপাড়া সরকারি কলেজে যোগদান করেন। তিনি ১৯৯৬ সালে ১৬’শ বিসিএস  (সাধারণ শিক্ষা)-এর মাধ্যমে ক্যাডার সার্ভিসে প্রবেশ করেন। 
    ১৯৯৬ খ্রিস্টাব্দের ০৮ আগস্ট তারিখে তিনি প্রভাষক হিসেবে সরকারি ফজলুল হক কলেজ, চাখার, বরিশালে যোগদান করেন। অতঃপর প্রভাষক হিসেবে তিনি সরকারি তিতুমীর কলেজ, ঢাকায় দায়িত্ব পালন করেন। ২০০৫ খ্রিস্টাব্দের ০৮ জানুয়ারি ১০% কোটায় নির্বাচিত হয়ে সহকারী অধ্যাপক হিসেবে ইডেন মহিলা কলেজ, ঢাকায় যোগদান করেন। সহযোগী অধ্যাপক হিসেবে তিনি হরগঙ্গা সরকারি কলেজ, মুন্সীগঞ্জ এবং সরকারি বাঙলা কলেজ, ঢাকায় দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০২০ খ্রিস্টাব্দের ০৬ আগস্ট অধ্যাপক পদে পদোন্নতি প্রাপ্ত হয়ে সরকারি বাঙলা কলেজ, ঢাকায় যোগদান করেন। 
    তিনি ১৯৮৪ খ্রিস্টাব্দে মোহাম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয় থেকে ১ম বিভাগসহ এস.এস.সি. এবং ১৯৮৬ খ্রিস্টাব্দে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ঢাকা থেকে ১ম বিভাগসহ এইচ.এস.সি. পরীক্ষায় উত্তীর্ণ হন। ইডেন মহিলা কলেজ, ঢাকা হতে তিনি ১৯৮৯ খ্রিস্টাব্দে উদ্ভিদবিদ্যায় ২য় শ্রেণিসহ বি.এস.সি. (অনার্স) এবং ১৯৯০  খ্রিস্টাব্দে ১ম শ্রেণিসহ এম.এস.সি. পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি সফলতার সাথে NAEM-এ Advanced Course on Education and Management (ACEM) Training এবং Senior Staff Course on Education and Management (SSCEM) Training সম্পন্ন করেন। তিনি Bangladesh Botanical Society-র জীবন সদস্য। তিনি অফিসার্স ক্লাব, ঢাকা এবং বরিশাল বিভাগ অফিসার্স এসোসিয়েশন এর সদস্য।